নেই কোলাহল, নেই আলো, আছে কিছু অন্ধকার
ল্যাম্পপোস্টের নিচে বসে আমি এক পাহারাদার…
নিস্তব্ধ শহর, ভূতুড়ে গলি, মনের মাঝে কিঞ্চিত ভয়
যাতনা তোমার গড়েছে মনে নিদারুণ বিষাদালয়।

সুখ বুঝি এই অন্ধকার কুঠুরি, মায়ার জালে বন্দি
একটুকরো সুখের আশায় করতে চাই সন্ধি…
সুখগুলো সব খেয়েছো তুমি অন্ধকারে গিলে,
জানতে তবুও চায় যে মন, কি সুখ তুমি পেলে।

কবিতায়নঃ ৫ই ফেব্রুয়ারি, ২০১৭