সাধনাবিহীন সাধক হয়ে লাভ কি বলো
জ্ঞান পিপাসাই যদি নাহি মিটে,
সাধনার গান আজ অন্যের তরে
মিথ্যে মায়ার বাগিচায় শূন্য ফুল ফোটে!
বেরহম এই দুনিয়ায় ঠাই নাই মোর কোথাও
অষ্টপ্রহর অপেক্ষা শুধু নিরবে হারিয়ে যাওয়ার!
সাধনাগুলো দিয়েছিনু সব, যা ছিলো মোর পালে
বেদনার অশ্রু লুকায়িত আজ জ্ঞানের অন্তরালে।
রেখোনা মনে অযাচিত স্মৃতি হারাই যদি দিগন্তে
দিয়েছিনু যা একান্তই আমার, তোমারই পরশে!
বহু পথ দিয়েছি পাড়ি, চলেছি হেথায় একা আমি
অস্তমিত জীবন প্রদীপ, করেছে শুধুই পাগলামি!
কবিতায়নঃ ২৪/০৯/২০২২