যন্ত্রণার এই কারাগারটা, বিষন্নতায় ছায়া
কিছুটা ভুল আবেগের আর কিছুটা তোমার মায়া,
কখনো তুমি, কখনো আমি নিস্তব্ধ চারিপাশ!
আধার রাতে জোনাকির সাথে করি শুধু হা-হুতাশ।
মুখে মধু অন্তরে বিষ, বিধি দেখিয়েছে তোমার লিলা
দিন শেষে রাঙ্গা প্রহরে খুঁজি তোমায় সাঁঝের বেলা,
অষ্ট প্রহর কষ্ট হাতে চলছি ছুটে ডাক হরকরায়
মনের জমীন ভিজে বন্যায়, কখনো বা শুকায় খরায়।
দৈন্যতার ভীড়ে চুপসে গেছি হৃদয়টাকে মুড়ে
তোমায় দিয়েছি অট্টালিকা আর আমি কুঁড়েঘর,
রোদে পুড়ি বৃষ্টিতে ভিজি আছো তবু হৃদ মাঝারে
কষ্ট দিও যন্ত্রণা দিও, বলোনা কভু আহারে।
কবিতায়নঃ ১৩ই এপ্রিল, ২০১৭