অজস্র মায়ার বাঁধনে বেধেছি এ বুক
লোকান্তরের ঐ পল্লিটাতে হারিয়েছি সব সুখ,
লুকোচুরির এই খেলায় ভাসিয়েছি যে ভেলা
যাতনা সহে, বিরহ সহে, সহেনা অবহেলা।
ভাঙা মন, ক্লান্ত শরীর দু-পাশের অন্ধচিত্র
তবুও আমি হাতরে বেড়াই অন্ধকারে বৈচিত্র,
নিয়তি কভু একা মোরে দেয়না বিষাদের ছোঁয়া
তাইতো আমি তুলসী পাতা কখনো বা দুধে ধোয়া!
কবিতায়নঃ ৫ই ফেব্রুয়ারি, ২০১৭