সুখের বাজারে আজ লেগেছে আগুন
বলো নিভাই কি দিয়া!
দমকল বাহিনী খাটছে তবুও
পুড়ছে আমার হিয়া!!
মনের বাগানে এলো হাজারো ফাগুন
ফোটেনি তবুও ফুল!
অথৈ সাগরে ভাসিয়েছি ভেলা
পাইনি কোনো কূল!!
সুখের নেশায় মগ্ন হয়ে হলাম বৈরাগী
সুখ তো সে মরীচিকা, করলো বিবাগী
দুঃখগুলো ভাসিয়ে দিলাম ভালোবাসার ভেলায়
যন্ত্রণায় কাতর এই যে আমি, মরছি অবহেলায়!
কবিতায়নঃ ৭ মার্চ, ২০১৮