দিগন্ত জুড়ে আলোকরেখা কল্পনায় দেয় ধরা
ঘুমের ঘোরে কাতরে উঠি বেলা কিংবা অবেলা,
কখনো স্বপ্ন কখনো সত্যি কখনোবা হও দুঃস্বপ্ন
তবুও আমি ফেরিওয়ালা এক স্বপ্নের কারিগর।
মনপবনের বৈঠা হাতে দিয়েছি দাঁড় টেনে
রয়েছো তুমি মন পিঞ্জরে বৈঠার অগোচরে,
ভাঙা পিঞ্জিরায় তুলেছি সুর গড়েছি তাজমহল
শাহজাহান আমি নই তবুও রয়েছে অন্দরমহল।
মনের আকাশে জেগেছে তারা হয়েছি দিশেহারা
জোছনার মাঝে শুভ্রতা খুঁজি হয়ে পাগলপারা,
হিয়ার দহনে বাড়ছে অনল বেড়েছে হাহাকার
পথিক তুমি হারিয়েছো পথ সামনে পারাবার।
নই কবি তবু লিখেছি কবিতা তোমায় নিয়ে
কাব্যিক ছন্দ ঘিরেছে আমাতে কেবলই ধূম্র হয়ে,
তোমার মনেতে নোঙর ফেলে গড়বো বসতঘর
অষ্টপ্রহর নষ্ট হবে তোমায় করে পর
জেনে রেখো শুধু আমি যে এক স্বপ্নের কারিগর!
কবিতায়নঃ ০৮/০১/২০২১ইং