খুঁজিতে যাই না আমি নাটোরের বনলতা সেনকে,
দেখিনি কখনো আমি রবি ঠাকুরের চিত্রাঙ্গদীকেও!
দেখেছি গ্রামের মেঠো পথে গুটি পায়ে হেটে যাওয়া,
নেশাতুর ঐ মায়াবী চোখে তৃপ্ত মুখের মিষ্টি হাসি!

ভেবে দেখো তুমি, নজরুল ছিলো নার্গিসে বিভোর,
ভালোবেসে লিখেছিলো সে অমর কাব্য।
কাব্য! সে তো বহুদূর! আমি তো নই কবি...
হৃদমাঝারে দিয়েছি ঠাই, এঁকেছি শুধু তোমারই ছবি!

কবিতায়নঃ ১৯ জানুয়ারি, ২০১৭