চেনা এ শহর বড্ড অচেনা লাগে
সবকিছু কেমন যেনো বদলে গেছে,
ইট-পাথর আর কংক্রিটগুলো ঠিকই আছে
শুধু মানুষগুলোই কেবল ঠিক নেই।

বদলে যাচ্ছে সবকিছু যা ছিলো আগে
তুমি ও বদলে গেছো নিয়মের বেড়াজালে,
বদলাইনি কেবল আমি
আগে যা ছিলাম, এখনো আছি ঠিক তেমনি!

এখনো ফিরে আসে সেই বর্ষা কিংবা রোদ্দুর শেফালী
শুধু নেই কেবল সেই সময়টা,
সময়ের সাথে উড়াল দিয়ে সুখ পাখি গিয়েছে বহুদূর
সুখ পাখিকে ধরতে আমি, হয়েছি আজ দিনমজুর!

কবিতায়নঃ ২০ নভেম্বর, ২০১৯