নিজধনে মত্ত থাকি, পরধনে নাহি চাই!
আকাংখার জাল বুনে নিদ্রায় মোহিত যাই,
হয়তো কাশফুল কিংবা নির্ঝর হাওয়ায়!
তোমারই মাঝে নিজেকে হারিয়ে বারংবার খুঁজে পাই।
নিদ্রাদেবী হয়েছে সজাগ, দিয়েছে মোরে ঠাই!
প্রেয়সী বঙ্গ তুমি কেড়েছো মন, আমি যে আমার নাই!
ভাসে স্বপ্ন চোখের তারায়, কখনো সে তোমাতে হারায়!
স্বপ্নরা সব ঝি ঝি পোকা, সত্যিই আমি মস্ত বোকা!!
কবিতায়নঃ ১৮ই জানুয়ারি, ২০১৭