অন্ধকারে বদ্ধ আমি
সিক্ত যে মোর হৃদয়,
নিকোটিনে মিশ্রিত জীবন
কেবলই জ্বালাময়।

হৃদপিণ্ড কহে কাঁদিয়া আজই
ছাড়িয়া যাবো এ প্রাণ,
বললাম তাকে, কি হবে তাতে
শুধু বাড়বে কিছু শুকটান।

যাতনা গুলো লুকোই আমি
শুকটানের ধোয়ায়,
স্বপ্নগুলো সব ভাসিয়ে দিয়েছি
ছেড়া পালের খেয়ায়।

সুখের আশায় আজ অসুখ খুঁজি
শুকটানের নেশায়,
পাইনা খুঁজে অসুখ শেষে
পেলাম খুঁজে তোমায়।

কবিতায়নঃ ১৫ই ডিসেম্বর, ২০১৭