যদি পারিতাম হইতে তোমার শখের পুরুষ,
তবে রাখিতে তুমি আমারে হৃদয়ে পুষিয়া,
চাহিতে প্রকৃতি আমাদের অশেষ প্রেমে বাঁধিয়া রাখুক,
সদা রাখিতে আমারে নয়নে নয়নে,
দূরুত্বে যে রাখিতে ঘোর অনিহা৷
কাহাকে কয় তোমার শখের পুরুষ?
যাহার চলনে, গন্ধে তুমি খুঁজিয়া পাও মুগ্ধতা
যাহার বলনে ফুটিয়া ওঠে তব মুখে হাসির ফোয়ারা
কাহাকে কয় তোমার শখের পুরুষ?
যাহার উপস্থিতি তোমার হৃদয় করে আন্দলিত
যাহার কর্ম, গর্বে তোমার বক্ষ করে প্রসারিত
হায় যদি পারিতাম হইতে তোমার শখের পুরুষ
হায় যদি পারিতাম হইতে চলনে বলনে আমূল পরিণত,
হায় যদি পারিতাম শিখিতে তোমারে বিনোদিত
করিবার নয়া নয়া উপায় প্রতিনিয়ত,
হায় যদি পারিতাম গড়িতে কোন বিশাল মহল,
যেখানে আমার কর্ম হইত প্রতিফলিত,
কাহাকে কয় তোমার শখের পুরুষ?
যে বাঁধিয়া দেয় চুল,
তাহাতে গুঁজিয়া দেয় ফুল,
তোমার তরে, যে রচে কাব্য,
তাহাতে মিশাইয়া আবেগ প্রতুল
হায় যদি পারিতাম হইতে তোমার শখের পুরুষ
হায় যদি পারিতাম গড়িতে তোমার তরে পুষ্প অরণ্য,
যদিওবা পারিতাম ভাঙা ভাঙা হাতে, শব্দে শব্দ জুড়িয়া,
সাধনায় বসিতে, রচিতে আরও কিছু কাব্য অনন্য,
তবে হায় জীবনে চলিবার তরে শুধুই কাব্য নয় যে যথেষ্ট
জীবনে চলিবার তরে কাব্যের প্রয়োজন যে অতি নগণ্য
তবু যদি পারিতাম হইতে তোমার শখের পুরুষ
দুনিয়া উল্টাইতে পারিতাম কিনা জানি না,
তবে তোমারে নিকটে পাইবার উপলক্ষে
প্রতিটা মুহূর্ত কাটিত সুখে, মুখর হইত উৎসবে
২৮শে জানুয়ারী, ২০২৪
ঢাকা