এই, তুই রাজাকারের বাচ্চা রাজাকার।
তবে রক্তে তোর কেন মুক্তিযোদ্ধার রক্তের ঘ্রান?
কেন সেই সুঘ্রানে আজ ভারী বাংলার বাতাস?
তোর রক্ত হবে কুঁচকুঁচে কালো
তোর রক্ত হবে কুৎসিত
তোর রক্তে হবে দূর্গন্ধ
তোর রক্ত দেখে হাসবে বাংলার মানুষ
তবু কেন হচ্ছে না এমন!
কৃষক, শ্রমিক, মজুর কিংবা ভিক্ষুক
আপামর বাংলার সাধারণ মানুষ
কেন তাদের ফাঁটছে হৃদয়?
হৃদয়ে রক্তক্ষরণ, চোখে অশ্রু?
তুই রাজাকারের বাচ্চা,
তোর বুকে কেন এত সাহস?
তুই তো হবি ভীতু, কাপুরুষ
তুই তো হবি ক্ষমতার গোলাম
রাজপথে কেন তোর বসবাস?
তবে কি তই নস রাজাকার?
তোর শরীরে কি বইছে
মুক্তিযোদ্ধার রক্তের বান?
যারা বলে তুই রাজাকার
তারা কি করছে মিথ্যাচার?
তারা কি করছে অত্যাচার?
তারাই কি স্বৈরাচার?
স্বৈরাচার করছে অবিচার,
তাদের বিচার করবে কারা?
বাংলা সাধারণ মানুষ,
"স্বৈরাচার নিপাত যাক"
বলে স্লোগান দিবে যারা!
বসুন্ধরা, ঢাকা
সময়কালঃ জুলাই, ২০২৪ (কোটা আন্দোলনরত সময়)