আজ বসন্ত!
কনকনে শীতের অধ্যায় শেষে
প্রকৃতির উষ্ণতায় প্রত্যাবর্তন

শুষ্ক রংহীন মাঘ থেকে
আর্দ্র রঙিন ফাল্গুনে পদার্পণ

গাছে গাছে ডালে ডালে জেগে উঠবে সবুজ পাতা
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া- হবে কত রঙের
কত ফুলের সমাহার,
বাতাসে হবে মনোমুগ্ধকর সুবাস,
হবে ফুলে ফুলে মৌমাছির গুনগুন গান
ডালে ডালে কোকিলের কুহুতান

রঙ, গন্ধ আর সুরে প্রকৃতির বসন্ত উৎসব আয়োজন
এ যেন এক হৃদয়তৃপ্ত নয়নাভিরাম পরিবেশের পরিবেশন

প্রকৃতি থেকে বসন্তের রঙ
মানুষের হৃদয়ে হবে সঞ্চারণ
বসন্তের মোহনীয় এই ভুবনে ঘটবে প্রেমের বিস্তারণ
জমে উঠবে কত শত প্রেমিকযুগলের
প্রেমের মধুর রসায়ন

বসন্তের রঙ কবির মনেও
বসন্ত ঘিরে কবির গভীর অধ্যায়ন, অনুধাবন
হবে কিছু নতুন কবিতার অবতারণ
যা করবে শত শত
পাঠক শ্রোতার মনোরঞ্জন

প্রত্যাশা, বসন্তের এই রঙ, আনন্দ, উচ্ছাস
ধারন করে কেটে যাক আমাদের
মাসের পর মাস
বছরে পর বছর
কেটে যাক আমাদের সারাটা জীবন৷


১২ ফেব্রুয়ারী, ২০২৪
বসুন্ধরা, ঢাকা