ভালবাসি বলো না আর।
প্রিয় তুমি জানো?
এই শব্দটির কত ভার?
তুমি এই শব্দ বললে
মানুষ গভীরভাবে ভালবেসে ফেলে তোমাকে,
নিজের সবকিছু উজার করে দেয় তোমাকে;
হঠাৎ যখন তুমি অনুধাবন করো
তোমার মাঝে ভালবাসা বাকি নেই আর;
প্রিয় তুমি জানো?
ঐ মানুষটার বিশ্বাস করার ক্ষমতা হারিয়ে যায়,
পৃথিবীর সবকিছুই মিথ্যে মনে হয়,
জীবনটা তার মনে হয় ধবংসাবশেষের মতো।
ভালবাসি বলো না আর।
প্রিয় তুমি জানো?
এই শব্দটির কত ভার?
ভালবাসি বলার আগে ভেবো শত সহস্র লক্ষাধিক বার,
সত্যিই ভালবাসো নাকি আবেগে করছো স্নান।
- ১২/০১/২০২১ (চাঁপাইনবাবগঞ্জ)