আমি তোমার চরণ ধরিয়া,
অশ্রুসিক্ত নয়ন করিয়া,
করুণ মুখে তোমার নয়নে চাহিয়া,
বলিব যেও না আমায় ছাড়িয়া!
রহিয়া যাও না আমার সনে,
আমি যে চাহি তোমারে, চিরকাল
যেন তুমি রাখ মোরে আপন করিয়া!
তবুও কি আমায় ছাড়িয়া যাইবে দূরে চলিয়া?
অত:পর আর কভু তোমায় দেখিতে পাইব না,
শুনিতে পারিবনা তোমার কন্ঠস্বর,
শুনিতে পারিবনা তোমার হাসি,
তুমি হারাইয়া যাইবে এতো দূরে,
যেন শরীর হইতে আত্মা গেল হারাইয়া!
আমি তোমার চরণ ধরিয়া,
অশ্রুসিক্ত নয়ন করিয়া,
বলিব যেও না আমায় ছাড়িয়া!