যতো ভালোবাসা ছিলো মোর হৃদয়ে,
                              সবই তো দিয়েছি তোমায়,
বিনিময়ে এক আকাশ মেঘ দিলে আমায়!
          শত বছরের পরিচয়, দেখা যেন তার ও আগে,
          কথা হয়েছিলো কতো যুগ ধরে,
এই মানুষের সম্মুখে দাঁড়িয়ে , সে আলাপন মনে আজো তুলে আলোড়ন।
        
                    এ যেন অনন্ত অনুভূতি,  তুমি আছো আমি আছি,
                     আর আছে এক শ্রাবণ বৃষ্টি।
যার জলে ভেসে গেছে আমার বসন্ত,
                              তোমার বিরহে হৃদয়ের সমুদ্র আজ পরিপূর্ণ।
তবু আজো একটি প্রশ্ন তোমাকে ছুঁড়ে দিতে ভীষণ ইচ্ছে করে,
জীবনে কখনো কি অন্তত একবার ভালোবেসে ছিলে আমাকে?
বোধ হয় বেসেছিলে,, মুখে বলোনি কখনো,
                                     সে প্রসঙ্গ এড়িয়েছো কৌশলে,
এক সমুদ্র হাসি ছিল তোমার একমাত্র উত্তর।
                                    যার শুরুটা হয়েছিলো   ফাল্গুনে,
    তুমি ছিলে আমার গোলাপের মতো লাল হৃদয়ে।
তবে কবে শেষ হলো? দিগান্তর জুড়ে কালো মেঘ এলো,
বৃষ্টির সে কি কান্না, যেন সেখানে  বিরহের প্রতিচ্ছবি জেগেছিল,
           তোমার মধ্যে ছিলো শতো  টানা ও পড়েন,
     বুঝিয়েছি কতবার, জানি চলে না সেখানে কারো রাজ।
       পড়ে থাকে শুধু শূন্য হৃদয়, একলা থাকার উত্তাপ।