ভালোবাসা হলো বসন্তের প্রজাপতির মতো,
যে তোমার শূন্য হৃদয়কে ভরে দেয়!
তবুও সবাই ভালোবাসাকে হত্যা করে চলে অবলীলায়!
যদি তুমি প্রেমিক হও,তবে জেনে নেও,‘
এই ধূসর পৃথিবী প্রতি মুহূর্তে বদলায়’!
কেউ নিজেকে লুকায় মুখোশের আঁড়ালে,
কেউবা বহু মুখোশের সাথে চলে নিজেরই অজান্তে।
তবে বলে দেও হে হৃদয়,কোথায় ভালোবাসা লুকিয়ে রয়?
জগতে সবাই শান্তি খুঁজিতে চায়,
কে জানে হায় বেদনা কোথায়!
তবু চেয়ে দেখো, দিন শেষে সে বিরহের সাগরে সাঁতরায়ে বাঁচে।
হে মানব তোমার জগত তোমার অপরিচিত না!
তোমার বুকের উপর বহমান যে নদী,
জোয়ার এলে তার জলও হারায় অতিদূর সমুদ্রে।
এভাবে সবাই ভালোবাসাকেই হত্যা করে চলে!