তুমি ছিলে আমার অনন্ত জীবনে,
তুমি ছিলে হৃদয়ে, আমার অনন্ত প্রেমে।
তুমি ছিলে শ্বাস প্রশ্বাসে , হৃদপিণ্ডের ধুকপুক আওয়াজে,
তুমি ছিলে ভোরের বাতাসে, তাজা গোলাপের সুগন্ধ ছিলো তোমার গায়ে।
তুমি ছিলে আকাশে,মেঘের মতো ভেসে এসেছিলে প্রাণে।
তুমি ছিলে বসন্তে,কৃষ্ণচূড়ার মতো ঝরে পড়েছিলে দেহে।
তুমি ছিলে এক তৃষ্ণার্ন্ত প্রেমিকের চোখের সমুদ্রে,
শতো শতাব্দীর আনন্দ অশ্রু হয়ে।
তুমি ছিলে চিরকাল আমার সন্নিকটে , এই পৃথিবীর শ্রেষ্ঠ রূপসী নারী হয়ে,
হয়তো স্বীকৃত তুমি অবলীলায়,
তোমার অস্তিত্বে যেন সব রূপসী নারীর ঠাঁই।
তোমার নন্দিত সেই হাসি, আজো চাঁদের বুকে লাগায় অনাগ্রহের ফাঁসি।
তুমি ছিলে না বলো কবে?
আমার সৌরজগতে তোমার বাস,আমার ধ্বংস তোমার সর্বনাশ।