জানি তুমি আমার হবে!
পৃথিবীর সব যুদ্ধ থেমে যাওয়ার পরে,
কিংবা সব যুদ্ধের নিস্পতি না হলে ও তুমি আমার হবে।
এই শীতের শেষে বসন্ত এলে,
কিংবা এই তুষারের ঝড় থেমে গেলে,
মাইনাসে নেমে যাওয়া তাপমাত্রায় হিম হয়ে যাওয়া শীররটাকে জড়িয়ে ধরতে
তুমি আমার হবে।
এক জোৎস্না আলোর আকাশে খুজে পাওয়া নক্ষত্রটা হারিয়ে গেলে,
কিংবা গভীর সমুদ্রে হৃদয়ের নাও ভেসে গেলে,
নস্টালজিক কোন প্রেমিকের খোঁজে ,
তুমি আমার হবে।
বিরহের লাল আগুনে যদি দগ্ধ হয় তোমার মন,
কিংবা শ্রাবণের বৃষ্টিতে ভিজে গেলে তোমার দু নয়ন।
হয়তো তারপরও তুমি আমার হবে,
খুঁজবে আমার উষ্ণ দেহটাকে।