জোৎস্না রাঙা মুখটি তোমার
মেঘে লুকাও হাসি,
কোকিল যেন কন্ঠে বসে
বাঁজায় মধুর বাঁশি।
যেই বাঁশিরই সুর শুনিলে,
আমার প্রাণে জোনাক জ্বলে!
ব্যাকুল হয়ে ছুটে আসি,
দ্বিধা দ্বন্দ্ব ভয়ের মাঝে ও
তোমায় ভালোবাসি।
আকাশ সমো হৃদয়টাকে
তোমার চরণে রাখি,
লক্ষকোটি নক্ষত্র হয়ে,
তোমায় কাছে ডাকি।