পৃথিবী গড়িয়াছে যিনি,তিনি মহান!
তিনিই শ্রেষ্ঠ রূপকার,যে মোরে দিয়েছে বহমান প্রাণ,
মাথা ভরা জ্ঞান।
যে মোরে করেছে দান পবিত্র কোরআন,
তিনিই মহান....
যিনি মুহাম্মদ(সঃ) কে করেছে সুমহান মর্যদার অধিকারী,
শোন তিনিই মহাবিশ্বের অধিপতি,
যিনি সদা জাগ্রত, তিনি এক ও অদ্বিতীয়।
যিনি আমাকে অভুক্ত না রেখে পেট পুরে খাইয়েছে,
পড়ি তারই নাম,তিনি মহান।