তিন দিন হয় কিছু খাই নি!!!
কেউ কিছু খেতে দেবে, এই আশায় ঘর থেকে বেরিয়েছি সবে,
ক্ষণিকের জন্য ঝেড়ে ফেলেছি করোনার ভয়!
আমি ভিখারি নয়!
আমি ক্ষুধার্ত,তৃষ্ণার্ত,পীড়িত, ব্যথিত!
আমার বুক ভরা দরিদ্র হয়ে বেঁচে থাকার বেদনা!!
আমার কন্ঠস্বরে এক মুঠো ভাতের নিরব চিৎকার!!
পেটটা শান্ত করতে শতো আকুতি!
কেউ কোথাও নেই,
ল্যামপোস্ট গুলোয় ঝুলছে সাঁঝের বাতি,
অন্ধকার আরো অন্ধকার হয়ে আসছে রজনী!!
ক্ষুধার্ত কুকুরের দেখা নেই রাজপথে,
মরেছে হয়তো মৃত মানুষের ভীড়ে;
চারিদিকে শুধু লাশের স্লোগান,
কে দেবে ত্রাণ?
কে বাঁচাবে লক্ষ মানুষের প্রাণ?
এভাবে নীরব হয়ে আসছে পৃথিবী,
হে বীর বাঙালি, চলো একবার জেতার চেষ্টা করি।