ভেবেছি এবার নববর্ষটা একটু অন্যভাবে উদযাপন করবো,
প্রতিবারের মতো অনলাইনে এসে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাবো না কাউকে,
বন্ধুূদের মতো ঘটা করে কিনবো না আতোশ বাজি!
জানি তবু ও জ্বলবে দূর আকাশে নিয়ন আলোর ঝলকানি।
শব্দে ভেঙে যাবে লক্ষ শিশুর নিত্য নিশির ঘুম।
হয়তো মেঘের মাঝে আরেকটি শব্দ দূষণের গল্প লিখবে রাতের তারা।
কথা দিচ্ছি হে অমানিশা, আমি ওদের মতো হব না,
উৎসব টা হবে আমার নিজের মতো!
যেমন ধরো সবার প্রথমে করোনা কে করিব জয়,
দ্বিধা দ্বন্দ্ব আর যতো আছে ভয়,দুমড়ে মুচড়ে করিব ক্ষয়।
যার যা আছি দাবি, মিটিয়ে দেব সবই,
চুকিয়ে দেব দেনাপাওনা ধার বাকি,
বিলিয়ে দেব অন্যের তরে আপনারে।
চিরকাল পর ভেবেছিলো যে,
ভালোবেসে আপন করিবো তারে।
চিরকাল অনাদরে ছিল যে অনাহারী,
তাহার মুখে দেব অন্ন তুলি।
অনাথের সাথ দিব,পথশিশুদের ফেরাবো গৃহে,
দরিদ্রের ঢাল হবো, ঘাম হবো শ্রমিকের। একদিন জনস্রোতের জোয়ারে ভেসে জয় করিবো বিশ্ব,
সেদিন বন্ধু আমি সবার হবো, শত্রু নয়তো কারো।