জীবন যেন জোয়ার হতে ভাটা,
কখনো ভরা-কখনো খরা।
সে সম্পর্কে কেহোই অবগত না,
সবাই নিয়তির বিধানে বাধা।
জন্মে যার চলার শুরু,
সুখেতে সে সৌখিন!
দুঃখে তার অবক্ষয়,
মৃত্যুই হলো শেষ পরিণয়।
অনন্ত দিবানিশি চলেনা কিছুই!
সুন্দর সুন্দরে হারায়,
চিরদিন বহমান রবেনা সৃষ্টি।
হৃদয়ের যেথায় ভালোবাসা রয়,
রুপান্তর তাহার অবলীলায় হয়!
সে নাইবা নিজেকে হারায়।
শৈশব-কৈশর তা করিবে পার,
যৌবনের যুগলবন্দীতে হারা!
সময় একসময় শেষের পথে,
সব হারায়ে গেছে,
মাঝি ছাড়িয়া দিয়েছে হাল।
নিজ প্রাণ নিজ মাঝে-
যেন চিরবিদায় শায়িত চোখে,
সেদিনই শুরু হতে শেষ-
তুমি নাইবা দেখলে ক্ষয়।