এ অন্ধকার,শতাব্দীর শেষ সূর্যের অপেক্ষা করছে,
জেগে আছে সময়ের সেরা আসমানী নয়ন।
ক্ষুধার্ত কাঁকেরা ঠুকরে খাচ্ছে শুকনো হৃদয়,
যার বেদনায় ঘুম থেকে জেগে উঠছে খুকি।
শহরগুলো যেন ধূলিকণার মরুভূমি,
যেখানে উটের মতো পড়ে আছে লক্ষ ভিখারি,
হাত-পা হারা মানুষের চিৎকার রোজ শুনি,
জানিনা কবে, কে ফেরাবে অন্ধের আঁখি!
আজ ডাস্টবিনের মতো গলিগুলোয় লক্ষ মানুষের রোজকার চলাফেরা,
শিশুর সম্মুখে মদের ফোয়ারা!
দেহ ব্যবসা ও রমরমা, ধর্ষণ যেন এখানে নিত্যদিনের খেলা।
কুঁড়েঘরে কে আর থাকে কুলি হয়ে,
কনাই ও গড়ে তোলে সুদের স্বর্গ!
মানুষকে ঠকিয়ে উঠেছো যে পাহাড়ের চূড়ায়,
নিশ্চয়ই সে চূড়া খোদার উর্ধ্বে নয়।