ভাই কোরআন হাতে নিয়ে পড়িতে পড়িতে,
চলে যাও সূরা আল-কদরে;
সেখানে দেখো চেয়ে আল্লাহ এক আয়াতে বলেছে,
শবে-কদর তোমাদের কাছে এসেছে,
হাজার মাস অপেক্ষা উত্তম রজনী হয়ে!
যে রাতে পাপী ক্ষমা পেল খোদাকে ডেকে,
অভাগা বলবো তাকে,যে ছিলোনা তাদের কাতারে!
চির-বিশ্ময়কর কুরআন নাজিল এ রাতে,
কদর আর্শীবাদ হয়ে এলো তোমার দুয়ারে;
আজ ভেদাভেদ ভুলে এসো ভাই সবাই দাঁড়াই এক কাতারে,
ধনী-গরীব মিলে একাকার হই এ নীড়ে।
দু-হাত মেলে মুনাজাত তুলে,
হারিয়ে যাই খোদার আরশের নিচে;
হে খোদা আমি তো ধন্য, মহিমান্বিত এই রাত কে পেয়ে।