বসন্তের কোকিলের মত,
সহস্র সুন্দর সুর নিয়ে,
এসেছি আমার শাহজাদীর কাছে,
ভালোবাসার শাহজাদা হয়ে।
আমার হৃদয়ের প্রেম,
আজ গোধূলির আবিরের মতো ,
নীল আকাশে হাসে।
তোমার হাসিমাখা মুখ,
ভেসে আসে বিবর্ণ বাতাসে,
সাগরের ঢেউয়ের মত,
অবিরত জাগে হৃদয়ের গভীরে।
হে আমার কালো চুলের অপ্সরী,
লাল গোলাপের মত,
আমি তোমায় ভালোবাসি।
(১৪ই ফেব্রুয়ারি,২০১৬)