একেঁ বেঁকে এলো কে রে
মাঝ রাতে মরিতে!
খালি শুধু কাটা পড়ে
বারে বারে এই বাটে,
ঘন ঘন বর্ষাতে
শীত ভারী ধরি ছাড়ি,
শন শন শিহরণে
ভূত প্রেত কোথা কে!
শব্দ হঠাৎ হারিয়ে
বাবু, হাবু দাঁড়িয়ে!
কুয়াশাতে ঘেরা তাই
দূর থেকে দেখা নাই,
বড় সড়ো অাওয়াজ দিল
বাস ট্রাক অাসবে হয়ত!
যেই না এসে থামিল
লোক সব নামিলো,
বললো টিটি, এটা হল রেলগাড়ি!
অাজব তাহার ঢং;
অনেক গুলো খোপের মধ্যে,
ভয়ংকর এক সাপ!
অাস্ত মানুষ গিলে গিলে
চলল বেটা অচিনপুরে;