প্রথম তোমাকে দেখেছিলাম কলেজের জানালা দিয়ে,
ছিমছাম পোশাকে কোথায় গিয়েছিলে?
জিজ্ঞেস করতে পারিনি ডেকে!!
তুমি পড়তে বালিকা উচ্চবিদ্যালয়ে,
মাঝে মধ্যে কলেজের ফাঁকে,
যখন দাদগিরি করতে যেতাম রাজপথে,
তখন হঠাৎ দেখা হতো তোমার সাথে।
সব ভাংচুর থামিয়ে, অপলক চেয়ে থাকতাম তোমার দিকে,
ভালোবাসার শুরু হয়েছিল কবে, সে কথা আজো জানিনা!!
বহুদিন আমি ক্যাম্পাস থেকে নেমে,
পিচঢালা পথের শেষে তার শহুরে রূপ দেখার জন্য থাকতাম দাঁড়িয়ে।
কিন্তু পাত্তা দিতো না সে, নেহাত আমি পাড়া গাঁয়ের ছেলে,
গা ভর্তি গন্ধ, চেহারাটা ও দরিদ্র।
তেলে জলে মেশে নাকি?
তার উপরে ওর বাবার আছে নাকি মিল ফ্যাক্টরি!
মালদার পার্টি মাইরি!!
পারফিউম কেনার টাকা ছিলো না পকেটে,
বুক ভর্তি ভালোবাসা নিয়ে,
প্রথম বলেছিলাম ওকে, "তুমি কি আমার বন্ধু হবে?
সে বলেছিলো, " কোন কারনে?
আমি বলেছিলাম, অকারনে!!!
বিন্দু বিসর্গ থেকে শুরু করতে চেয়েছিলাম কথোপকথন,
কিন্তু পন্ডুশ্রম, জানালো ওর বিরক্তির কারন শুধুমাত্র আমি!!
ইভটিজিং এর অপরাধে পুলিশ ধরেছে কতো, জেলে গিয়েছি শতো,
একবার দেখতে এসে বলেছিলো, আমাদের দূরত্বটা জানো?
তুমি মানচিত্রের বাইরে গিয়ে ভালোবেসেছো।
তারপর কোথায় যে হারালো, বহুবছর পর একবার দেখা হলো,
কেবল কয়েক মুহূর্তের জন্য!
তারপর আর কখনো দেখা হয়নি!!
আমি ভালোবাসার জন্য উঠেছি পাহাড়ের চূড়ায়,
নেমেছি একশো হাত মাটির গভীরে,তবু পাইনি তাকে!!
হয়তো এখনো বসন্ত আসে তার দ্বীপে, কিন্তু আমি আর যেতে পারি না সেখানে।