পথে দেখা হল দুজনের,
ভর দুপরের কোলাহল তক্ষুনি লেগেছে,
তাপের কোপে শহরবাসী কাঁপে;
সামনে দেখি চেয়ে,
দালানের কোণে কলমীলতারা হাসে!
যেন জনমানব হীন জীর্ণ দেহখানা নিয়ে!
ঠোটের নিচ টাতে বড় সর তিল,
কে এলে তুমি?
বেশ ভারী মিষ্টি!
লুজক হলে চলেনা
তাই সে তো সরে না!
অাগে দেখা হয় নি চুপিচুপি দেখি!
সরে দাঁড়াতে বলোনা!
মুখখানা হাসি হাসি!
মেয়েগুলো এমনই!!!!!!