রোজ আহারের সময় হলে,
অনাহারীর কথা মনে পড়ে।
জানিনা আজো কতো ক্ষুধার্ত,
খাবার না পেয়ে কাঁদছে!
তুমি কি দেখেছো চেয়ে?
যাদের বুকের ভিতরে কষ্টের কালো ছাপের নিদারুণ চিত্র ভাসছে।
যাদের জামার পকেটে দশ টাকা গুজে দিয়ে কেউ বলে না,
এ বেলা কিছু খেয়ে নিস।
অথচো চেয়ে দেখো সমাজে,
সিগারেটের ধোঁয়া চুষার মতো লোকের অভাব পাবেনা খুজে!
অনেকের আবার ছোট সোনামণি বায়না ধরে,
টেডিবিয়ার কিনে দিতে হবে।
হাজার টাকা চলে যায় জলে ওদের মুখের আবদারে!
অথচো গরীবের বেলা সেই বাবুরা ই বলে,
জ্বালাতন করিস নে তো!
বুঝিসনে তোদের দর্শনে দিনটা যে আমার ষোলআনাই মাটি।
পেটের দিকে কে তাকায় বলো,
পেটুক বাবুরা আজ নিজদের পেট ভরাতে ব্যস্ত।
আজ পোশাকই গরীরকে করেছে নিঃস্ব।
তাহলে তো বদলাতে হবে মানুষের চোখ গুলোকে,
হে নব জোয়ান তুমি ই পারো অনহারীর পেট ভরাতে।