নীলার ছিলো নীল আকাশ,
নীল হিমাদ্রির মতো আঁখির
ভিতরে গোল এক পৃথিবী।
বাহিরে বিধুর মতো মুখ,
পাড়ে শ্রবণ দুটো মনহার,
অলক গুলো অম্বরের অভ্র!
নীলাম্বুর মতো বহমান দেহ,
যেন অম্বুরের একশত উৎপল।
বসন্তদূতের লক্ষকোটি ভালোবাসা,
বাহু দু-খানকে করেছে উতলা।
চন্দ্রিমার ঐশ্বর্য আর দ্যুলোকের ধূলিতে,
পায়ের পাতা গুলো নতুন করে সেজেছে।
তাহার হিম প্রবাহ ছিলো অন্যরকম,
কাঁপন ধরিতো মনের কোণে।