ভাই তুমি যদি মুসলিম হয়,
তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িতে যাও;
নামাজ হলো নাজাতের পাখি,
এ কথা তুমি শুনেছো দিবারাতি;
মুয়াজ্জিন তোমাকে ডাকিয়াছে,
তবু তুমি শাসন করিয়াছো পৃথিবী।
সব ইনসানের প্রাণ ফিরে গেলে,
বিচারকের সম্মুখে রহিবে দাঁড়িয়ে;
সেদিন অস্থির মানুষ গুলো সব,
মুমিন হলেই বাঁচিবে;
তুমি সেদিন দেখিবে চেয়ে,
লক্ষকোটি জনতার মস্তক সিদ্ধ ভাতের মতো ফুটছে,
যে মায়ের কোলে জান্নাত ঘুমিয়ে,
সে মা কে কোথাও পাবে না খুঁজে;
হে মুসলিম ভাই নামাজ পড়ো তাই!
আজান দিনে বহুবার তোমায় ডাকে,
ওজু পবিত্র করিয়া মসজিদে আনে,
সেখানেই পাইবে তাহার দেখা,
যিনি সৃষ্টি করিয়াছে তোমাকে।