খোদার দরবারে তুলিয়া দু-হাত,
আজ করি মোনাজাত,
কবুল করো মোর ফরিয়াত।
দিও নাকো ফিরায়ে
এই পাপী বান্দারে,
ক্ষমা করো এবারে, অন্তিম বারের তরে আমারে।
যতো করিয়াছি গুনা,
বলিয়াছি মিছা,
এ জীবনে আর বলিবো না,
করিবো না তাহা।
সতত চলিবো তোমারই পথে,
তোমারে ডাকিবে,
তোমারে মানিবো,
তোমারই মঞ্জিলে করিবো নতো,
শির যতো বহমান এই বাটে।
গাইবো সবার সনে কুরআনের সুর তাল লয়ে,
যাহাতে জুড়াবে পাষাণ পৃথিবীর প্রাণ।
তাই বুঝি খোদার আরশ কাঁপে বান্দার অনুতাপে,
জান্নাতি নূর খেলে গগনের কোলে।
সাওয়াবের জোৎস্না মেখে নিয়ে শরীরে,
নাজাতের টুপি দেও খোদা মোরে পরায়ে।
খুশির ফোয়ারা তাই ঝরে নয়নে!!