খুব মনে পড়ে তোমাকে,
তুমি কি এখনো ভালোবাসো আমাকে?
এখনো কি গোলাপের মতো লাল হয় তোমার মুখ?
পাহাড়ি ঝরনার মতো বয়ে চলে তোমার হাসি?
এখনো কি অপরূপ দৃশ্য জাগে তোমার চোখে?
এখনো কি তোমার চুলে আমার ঘন মেঘ এসে বাসা বাঁধে?
এখনো কি জীবনানন্দের বনলতা পড়ো?
আবৃতি করে শুনাও কাউকে?
আমার মতো কেউ শুনে না হয়তো!!
সেই যে বার কলেজ ফাংশনে তোমার আবৃতি শুনলাম,
তারপর আর শুনা হয়নি কখনো!!
বলেছিলে,যেদিন আকাশে অনেক বৃষ্টি হবে সেদিন আবার শুনাবে!!!
সেই প্রচন্ড বৃষ্টির অপেক্ষা আমি আজো করি!!!
শত বছরের বিরহ বুকে বেধে ঘুরে বেড়াই!!!
ক্লান্ত চোখ হারায় নি তোমায়,আজো সে নীল জলে পদ্য লেখে;
শব্দ ভান্ডার ফুরিয়ে এসেছে,, তবু প্রশ্ন জাগে মনে,
যখন তুমি অবুঝ বালিকার মতো দেওয়ালের কোণে বসে থাকো,
তখন আমার সাথে কাটানো মূহুর্ত গুলো মনে পড়ে?
কোন এক পড়ন্ত বিকেলের শেষে, তোমার হাত ধরে বলেছিলাম,
ভা লো বা সো?
এই মানুষের মিছিলে তুমি চিৎকার করে বলেছিলে,"ভালোবাসি";
তারপর নেমেছে কতো সন্ধ্যা,হয়েছে কতো রজনী হিসাব করে দেখিনি! "
সেদিন প্রেমিকার প্রশংসা করতে পারিনি!
শুধু শুনেছিলাম, রজনীগন্ধা তোমার খুব পছন্দ!!
সেদিন থেকে প্রতিদিন রজনীগন্ধা কিনিতাম তোমার জন্য।
এখনো কি অনুভব করো সে গন্ধ?
এখনো কি রজনীগন্ধা ফুলের জন্য অপেক্ষা করো ভার্সিটির গেটে?
এখনো কি গোধূলি হলে অস্তমান সূর্যের সামনে দাঁড়িয়ে বলো,
" তোমার জন্য সব ভালোবাসা উৎসর্গ করেছি হে প্রিয়"।
উত্তর গুলো অজানা হয়ে থাক, যেমন করে তুমি আছো।
............