যত দূরেই থাকো তুমি,
মনে করো পাশে আমি
ছায়া হয়ে আছি।
যত সুখ পাবে তুমি
মনে করো হাসি আমি,
যেন কপলের চাঁদ হয়ে।
যদি ব্যথা পাও তুমি,
মনে করো কাঁদি আমি
তবো পরানো মাঝে।
যদি ভালোবাসা জাগে
মনে করো তুমি আমি ,
নয়নে নয়ন রাখি
নির্জন কোন বনে
নিরালায় বসে আছি ।
ফুল দেখে যদি,
খোপা বাধো তুমি
মনে করো এনেছি জবা শিউলি।
জোৎস্না ভরা নিশিতে
দীঘল রজনী চেয়ে চেয়ে গগনে
যদি প্রিয় মনে পড়ে মোরে,
মনে করো আমি এসেছি
আজি সন্ধ্যার ধ্রুবতারা হয়ে।
ভালোবাসি ওগো সখি
আমরণ আমি শুধু তোমারে,
মনে করে ভাবিয়া রাখিও হৃদয়ে,
যে সুরে আমি ডাকি তোমারে।
দেখিবে প্রিয় আমি জড়াইছি
তোমার বুকের স্তরে স্তরে,
এভাবে আমায় রাখিও যতনে!
যতদিন না তোমার অপরূপ রূপে,
এ নয়নের দ্বার না খুলছে।