আমার মেঘবালিকার মেঘ কালো চুলে,
যখন দক্ষিণের হাওয়া এসে দোলে,
তখন যেন শরৎ এর কাশফুল জাগে হৃদয়ের বনে।
দেখেছি মেঘবালিকার নয়নে নীল নক্ষত্র,
যেন চাতকের মতো চেয়েছিলো বসন্ত আসিবার কালে।
বসন্ত এসেছিলো বলে,
দেখা হয়েছিল তার সনে।
এই পৃথিবীর সব রূপ লেগেছিলো তার মুখে,
এই পৃথিবীর সব প্রেম জেগেছিল তার বুকে।
মেঘবালিকা বলেছিলো,
যদি অনন্ত জীবনের দূরত্ব এসে কেড়ে নেয় তোমায়।
যদি শ্রাবণের জলে ভেসে যায় দুজনার হৃদয়!
তবু ও আমি তোমার, কেবল তোমারই প্রতীক্ষায়।
সেদিন মেঘবালিকার বেলি ফুলের মতো হাসিতে ভেসেছিলো হৃদয়,
কর্ণে ছিলো কামিনীর দুটি দুল,
গন্ধে প্রাণ হয়েছিল আকুল।