*******ঐ দূরে কোথায় হারালে?
কখন থেকে ডাকছি আমি,
তবু দেখতে নাহি পাচ্ছি!
তাই তো মন হারায় তারায়,
মেঘের দেশে খোঁজে তোমায়।
মাগো, তুমি বলো না কোথায়?
কোন আসমানে আছো?
আসবে বলো কোন প্রহরে?
দেখবে খুকীর আজ যে বিয়ে।