মাগো আমি যতো বড়ো হই না কেন,

                          তোমার কাছে তে এলে যেন,

        সেই ছোট্ট বাবু টি রই গো।

                 হোক না মাথা আমার আকাশ সমান,

তুমি যেন মা তার উপরে,

                      তারার মতো দিচ্ছো আলো।

সূর্য যেন তুমি  আমার,

                       ছোট্ট সূর্যমুখী আমি।

তোমার কিরণ পেয়ে এ প্রাণ

                            ধন্য হলো আজি।