কিছু না দেখার পরিমাপ করিনা!
কিছু কষ্টের ও!
কিছু সুখের সমাপনী অস্পষ্ট
দিনশেষে দিনলিপি ফাঁকা!
রাতে নির্ঘুম শহর অালোতে ঢলে পড়ে,
তার ছায়া বাতাসে বসে হাসে;
হাত বাঁড়িয়ে পাইনা খুজে
যার রং দেখতে বসেছি এ রাতে!
যদি ও সে অাসেনি!
কলিযুগের ছলনাময়ী এ তিমির গ্রহে,
বেদনা তো সেখানে,
যেখানে দেখা দিল নিদারুন নিয়তি!
জলের মত সহজ একটা শব্দ
জেগেছিল মেঘে তারার ভীড়ে,
অচিরেই হারিয়ে সৃষ্টিশীলতা চিরতরে,
কেউ দেখিলোনা যে!