মনের কোনে ভাবনা আসে
আমি হব কবি তবে!
সময় পেলেই লেখা-লেখি,
নেশা যে মোর অনেকখানি।
ধুসর মরু রঙীন হবে যবে,
কল্পনার তরে উড়বো আকাশ জুড়ে।
প্রেম-বিরহ অল্প লিখবো,
দরিদ্র -বিদ্রোহে নজর দিবো।
অনেক সময় ভাবতে ভাবতে,
জলস্নানে চোখ রাঙিয়ে!
পড়বো আমি আমার লেখা,
হয়ত কেউ শুনবে তাহা;
সবার মাঝে আমি রবো,
আমার মাঝে সবে;
রইবে নাকো উচু-নিচু,
সমান হব ভবে।