যদি এই পৃথিবীর সবাইকে ছেড়ে -
তুমি চলে আসতে চিরতরে আমার কাছে,
অবলীলায় বহিতে আমার ভিতরে।
আমি হাজার বছর ধরে চেয়ে দেখিতাম তোমারে,
তুমি রহিতে দাঁড়ায়ে আমার সম্মুখে।
যেন আমি হয়ে যেতাম-
তোমার বেদনা হারানো নয়নের বালি,
অবিরাম এমনি করে চলে যেতাম কাছাকাছি।
হয়তোবা বয়ে যেতাম দূরে ভাসমান শেওলার মত করে,
তুমি দেখিতো চেয়ে...............
আমি যে তোমারই!
যেন চিরকালের মত করে চিরদিনই।
তারপর শুধু তুমি আমার,
পৃথিবীর সব বসন্তে রবে অবলীলায়।