জানিনা তোমার ছবি এ চোখে এসেছে কতবার
দীর্ঘ পথ জুড়ে শুধু তোমাকে খুঁজেছি বারবার।
কতো রাত এই নক্ষত্রের বাগানে,
আকুল হয়েছি তোমারই ঘ্রাণে,
আমের মুকুলের মতো ছড়িয়েছি প্রাণে।
পৃথিবীর সব সুগন্ধি যেন ছিল তোমারই বাহুদ্বয়ে, আমরণ অনাদিকাল জুড়ে।
অতঃপর সে এক বিষাদ ভরা রাত,
এক আকাশ অন্ধকারে আমি হারিয়েছি পৃথিবীর পথ!
শরৎ এর শেষ হাওয়ায় তুমি যেন হৃদয়ের শেষ সীমানাটুকু করিয়াছো পার,
তবু যেন তোমার নীল কালো চোখ আমার বিরহে ভাসে,
থেমে যায় পৃথিবীর সব জোনাকির কান্না।