মহাবিশ্বের সব গ্রহ,তারা একপাশে সরিয়ে,
লিখতে চাই নতুন গ্যালাক্সী।
যার প্রান্তে লাটিমের মতো ঘুরছে জীবন!
মুখ থুবড়ে পড়েছে প্রেমের রসায়ন,
তাই বেদনাকে করেছি বরণ।
টাকার দুনিয়ায় ভালোবাসা মূল্যহীন,
আবেগ যেন ক্ষণিকের প্রলাপ মাত্র।