যদি এমন কারো দেখা পেতাম,
যে ভালোবাসা উপলব্ধি করতে জানে;
তাহলে নিজস্ব হৃদয়টা দিয়ে দিতাম তাকে!
বিনিময়ে চাইতাম তার একবিন্দু অনুভূতি,
কারন হৃদয়ের বিনিময় শুধু অনুভূতি দিয়ে হয়।
তাকে আমি আমার সব কবিতা শুনাতাম!
যেমন ধরো ছোটবেলার প্রজাপতি, কিংবা তোমার জন্মদিনে,
সে বলতো,তুমি ভালোবাসা কেনা বেচা করো নাকি?
আমি বলতাম, না! শুধু ভালোবাসি;
কিন্তু বহু বছর অপেক্ষা করার পরও,
এমন একটি মানুষের ও দেখা মিললো না,
যে সত্যিই ভালোবাসতে জানে!
যার চোখ দেখলে মনে হয় কোন অহংকার নেই সেখানে,
আছে একশত এগারোটা বসন্তের প্রেম;
বসন্ত অবশ্য আমার একলাই কেটেছে,
মাঝে মধ্যে দু একজন ছিলো, ঐ না থাকার মতো আর কি !
তাদের বুকের ভিতরে ছিলোনা কোন প্রেমের গন্ধ!
শুধু সময়ের চাহিদা,
তাই এখন আমি ভালোবাসা কিনতে চাই!
কিন্তু ভালোবাসা কে বিক্রি করে তা জানিনা!
জানা থাকলে টাকার জন্য আটকাতো না!
আমার নিজস্ব ব্যাংক ব্যালেন্স দিয়ে দিতাম তাকে।
যুক্তিবাদীরা বলে, টাকা দিয়ে নাকি সব কেনা যায়!
তাহলে নিসন্দেহে ভালোবাসা ও বিক্রি হয়,
হয়তো রাতের আঁধারে কিংবা ঝোপে - ঝাড়ে;
কিন্তু এরকম ভালোবাসা তো আমার চাই না!
আমার চিরচেনা একটা হৃদয় চাই,
যার মনে মন মিলিয়ে ঘুরে আসা যাবে এক পলকে রূপকথা হতে,
সে টাকা পয়সা যা ই চেত দিতাম,
কিন্তু এমন কারো দেখাই পেলাম না!
দেখা পেলে অবশ্য কিনে নিতাম,
দামের জন্য আটকাতো না।