তোমার প্রশান্ত চোখে বয়ে চলেছে সমুদ্র,
আকাশ ছাড়ি লুকিয়েছে চাঁদ,
পূর্ণিমা তিথি লেগেছে সেখানে আজ!!
যেন দিঘির বিশাল জলরাশি হতে,
দুটো পদ্মপাতা অপলক চেয়ে আছে আমার দিকে;
রূপকথার মতো মায়াবী চাওনি যেন তার,
সে দৃশ্য লেগে আছে হৃদয়ে।
হারিয়ে গেছে মন, মহা খেলায় মেতেছে দুটি তারা।