**ফুটবল হলো খেলার রাজা,
আমিও যে ভাই খেলি তাহা;
সবার মত আমার ও আছে,
একটি প্রিয় দল!
হলুদ জার্সি পরে তারা
গাঁয়ের পিছে পাবে লেখা,
ব্রাজিল নামের দলটি ওরা;
ওদের আছে পাঁচটি তারা
পায়ের পাতায় যাদুর মেলা;
ওদের গোলে বিশ্ব দোলে,
বিশ্বকাপ যে আসে তেড়ে;
ওরাই জিতবে দেখবে সবে
ওদের মাঝে আমায় পাবে,
রবো আমি লক্ষশ্রোতার একটি হয়ে;
ওরা হবে সবার সেরা
তুলবে আবার আনবে ট্রফি,
দেখবে সবে বাসবে ভালো
ব্রাজিল হবে অন্যতম;