পারিনা কিছুই ছাতা!
লিখবো কি আমার মাথা?
কাটবো বাবা তোমার র্নিদয় মন,
দেখাবো আমার চাওয়া।
শাসনের শিকল ভেঙে,
বিবাগী হবো আকাশের অতলে
কথা গুলো পাবে
শিক্ষকের তলবের তলাতে।
শিরায় উপশিরায় উন্মাদনা
ধরতে হবে আমাকে,
সিপাহির আগমনী বার্তা।
তখন দুষ্ট আমি,
মুক্তির পথে প্রাঙ্গনে পেরিয়ে চূড়া
পৃথিবীর পানে আঁকবো দিশা।
আমি ফিরবো,তোমার ভাবনা,
কেবল হাস্যকর,
এটা আমার বর্ণনা।