তুমি চাঁদকে বলো বাসর সাজাতে,
আমি উন্মাদ তোমার সুগন্ধে হারাতে;
আমি অস্থির তোমার দৃষ্টিতে ডুবতে।
হে নিরাকার হৃদয়ের চিত্রকর,
আমার মনের মরুভূমির বসন্ত হাওয়া,
দেখ বিরহের কত প্রান্তর পেরিয়ে
তোমার মাঝে নিরাময় পেয়েছি খুঁজে,
তুমি অন্তিম হৃদয়ের শেষ চিকিৎসা।
জীবন যুদ্ধে পরাজয় মেনে নেওয়া বুকে,
তুমি সব অন্ধকার মুছে দিয়ে এলে;
শ্রাবণের শেষ প্রহরে দাঁড়িয়ে,
আজ প্রেমের তীব্র হাওয়া বহমান বাহিরে;
তোমায় বরণ করেছি হৃদয়ে আমরণ!
তুমি অসীম, অনন্ত,
আমি তোমাতেই চিরকাল হবো শান্ত!
(কাজের জন্য কবিদের পাতায় যাওয়ার সময় হয়ে উঠছেনা বলে আন্তরিক ভাবে আমি দুঃখিত!)