এই অচেনা শহরের নীড়ে,
জানি আমি আর খুঁজিতে আসিবো না তোমাকে!
এই স্বর্থপর মানুষের ভীড়ে,আমি আর রবো নাকো
তোমার তুষার সাদা রঙের মতো মুখখানি দেখার প্রতিক্ষায় দাঁড়িয়ে!
তোলপাড় করবো না আর এই পৃথিবী !
এই শিমুল ফুলের বনে হরিণীর মতো তুমি আর আসিবে না জানি!
তুমি গেছো চলে তিব্র বিষ দিয়ে হৃদয়ে!
তবু ক্ষণে ক্ষণে তোমার হেমন্তের মতো ঝরে যাওয়া হাসি পড়ে মোর প্রাণে!
যেন বেদনার ভায়োলিন বাঁজে দেহের ভিতরে!
এই নক্ষত্রের আলোয় রাঙা হৃদয় হতে,
কে তোমাকে নিয়েছে কাড়ি?
কার হৃদয়ের তুমি হয়েছো রানী?
নেমেছে আমার আকাশে সন্ধ্যা,
চির বিরহের শ্বাস নিয়ে বুকে,
জানি আমি আর খুঁজিতে আসিবো না তোমাকে!